বিকার ৪টা ৩০ মি, ২০ মে, এসএটিভি
‘অন্তরে মম’ আনুষ্ঠানে এবারের ব্যক্তিত্ব
শিল্পী কাজী গিয়াসউদ্দিন
প্রযোজনা: ইয়াকুব আলী মিঠু
সহকারী প্রযোজক: জহির উদ্দিন রবিন
বরেণ্য চিত্রশিল্পী কাজী গিয়াসউদ্দিন-এর জন্ম ১৯৫১ সালে, মাদারিপুর জেলায়। ১৯৭০ সালে তৎকালিন ঢাকার আর্ট কলেজ হতে তিনি বিএফএ সমাপ্ত করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এমএফএ করেন। পরবর্তীতে তিনি জাপানের টকিও ন্যাশনাল ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস হতে মাস্টার্স করেন এবং টোকিও ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ফাইন আর্টস এন্ড মিউজিক হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। এরপর দেশে-বিদেশে তিনি অসংখ্য একক ও দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তাঁকে নিয়েই নির্মিত হয়েছে গুণীজনদের জীবনভিত্তিক তথ্যচিত্রের অনুষ্ঠান ‘অন্তরে মম’র এবারের পর্ব।
শিল্পী কাজী গিয়াসউদ্দিন জাপানে বসবাস করছেন দীর্ঘদিন। এই সময়ে টোকিও আর ঢাকায় সময় ভাগ করে শিল্পচর্চা করছেন। প্রবাসে বাংলাদেশের স্বল্পসংখ্যক যে কজন শিল্পী প্রতিভা আর উদ্যমের কল্যাণে নিজ স্বাক্ষরকে নতুন মাত্রায় প্রতিভাত করেছেন, কাজী গিয়াস তাঁদের মধ্যে অন্যতম। চেতনে আর অবচেতনে জন্মভূমির প্রতি শিল্পীর যে গহন ভালোবাসা, পরদেশে সৃষ্ট চিত্রপটেও তার চিত্তগ্রাহী ছাপ দৃশ্যমান হয়। জাপানের চিত্রকলা বা সংস্কৃতি তাঁকে প্রভাবান্বিত করলেও নিজ দেশের চিরায়ত মাধুর্যই তাঁর চিত্রচর্চার অন্তিম অনুপ্রেরণা।
ইয়াকুব আলী মিঠু’র প্রযোজনায় ‘অন্তরে মম’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হচ্ছে প্রতি বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটির সহকারী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন জহির উদ্দিন রবিন।
সাতদিন/এমজেড