সন্ধ্যা ৬টা ২০ মি ২০ মে, চ্যানেল আই
নজরুলের পছন্দের খাবার নিয়ে
দেশ বিদেশের রান্না
পরিচালনা ও উপস্থাপনা: কেকা ফেরদৌসী
পরিকল্পনা: মুকিত মজুমদার বাবু
চ্যানেল আইতে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে রান্না বিষয়ক অনুষ্ঠান দেশ বিদেশে রান্না। মুকিত মজুমদার বাবু্র পরিকল্পনায় অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করছেন খ্যাতিমান রন্ধন তারকা কেকা ফেরদৌসী। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং মুখরোচক পুষ্টিমানসম্পন্ন রান্নাগুলোর পরিবেশন। বিদেশে বসবাসরত বাঙালিরা সে দেশের উপযোগি করে বাংলাদেশের রান্নাগুলো এ অনুষ্ঠানে তুলে ধরেন। মনোরম সেট ফেলে আউটডোর লোকেশনে চিত্রায়িত হয় দেশ বিদেশে রান্না অনুষ্ঠানটি। এ পর্যন্ত পৃথিবীর ২০টির মতো দেশ এবং বাংলাদেশের অভ্যান্তরে ১৯০টি উপজেলায় অনুষ্ঠানটি নির্মাণ নির্মাণ করা হয়েছে।
২০ মে প্রচারিত হবে দেশ বিদেশের রান্নায়' ৪৯৮ তম পর্ব। নজরুল জন্ম জয়ন্তীকে সামনে রেখে নজরুলের পছনের খাবারের রান্না নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
দেশ বিদেশের রান্নায়' ৪৯৭ তম পর্বটিতে দেখানো হয়েছে দিনাজপুরের একটি ঐতিহ্যবাহী রেসিপির রন্ধন প্রণালী। অনুষ্ঠানটি ধারন করা হয় দিনাজপুরের রাম সাগরের পাড়ে । এর পর দেখানো হয় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানাবেরায় চিত্রায়িত সেখানকার একটি ঐতিহ্যবাহী রেসিপি ল্যাম স্টেক এর রন্ধন প্রণালী।