বিকাল ৫টা, ২১ মে, শিল্পকলা একাডেমি, ঢাকা

গতি থিয়েটারের ৬ষ্ঠ বর্ষপূর্তিতে

‘শিকারী’র উদ্বোধনী মঞ্চায়ন


মে ২০০৯ থেকে যাত্রা শুরু করা গতি থিয়েটারের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে গতি আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানের। জাতীয় নাট্যশালার খোলা প্রাঙ্গনে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত রয়েছে মিউজিক আওয়ার ও অতিথিদের শুভেচ্ছা জ্ঞাপন পর্ব। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি গোলাম কুদ্দুস, চলচিত্র ব্যক্তিত্ব আজাদ রহমান, নাট্যজন ঝুনা চৌধুরী, নাট্যকার মান্নান হীরা, নাট্যজন মিজানুর রহমান, নাট্যজন আহমেদ গিয়াস, নাট্যজন ফয়েজ জহির, নাট্যজন জাহিদ রিপন, সঙ্গীতশিল্পী খন্দকার আব্দুস সালাম, শিল্পী লীনু বিল্লাহ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক, শিল্পী আসিফ আকবর’সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ডিফরেন্ট টাচ ব্যান্ডের মেজবা রহমান, সঙ্গীতশিল্পী বিপ্লব সরকার, ক্রপসন, মন্টি এবং গানদুত ব্যান্ড। সন্ধ্যা ৭টায় রয়েছে গতি থিয়েটার এর ১০ম প্রযোজনা 'শিকারী' নাটকের প্রিমিয়ার শো। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আশিক সুমন। অভিনয় এ আছেন মনি পাহাড়ী, উপল সরকার, আশিক সুমন ও আব্দুল্লাহ আল মামুন।


পিছু হটতে হটতে দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, পিছনে যাবার আর কোন পথ নেই- তেমনি এক মুহূর্ত থেকে "শিকারী" নাটকের শুরু। নাটকে উঠে এসেছে মধ্যযুগীয় মানসিকতা ধারণ করে থাকা আধুনিক সমাজে নারীর সংগ্রামের প্রতীকী রূপ।

সাতদিন/এমজেড

২১ মে ২০১৫

প্রদর্শনী

 >  Last ›