রাত ১১ টা ২০ মি ২১ মে, আরটিভি
মিউজিক স্টেশনে জলের গান
উপস্থাপনা: ঈশিকা
প্রযোজনা: শাহ আমীর খসরু
শ্রোতাপ্রিয় ব্যান্ড জলের গান। এ ব্যান্ডদল এবার গাইতে আসছেন আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট ‘মিউজিক স্টেশন’ এ । তিনি শ্রোতাদের পছন্দ সহ নিজের পছন্দেরও গান করবেন মিউজিক স্টেশনে। এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দিবেন। শোনাবেন দর্শকদের পছন্দের গান। কথা বলবেন বাংলা সংগীতের নানা বিষয় নিয়ে।
জলের গান’ যাত্রা শুরু করে ২০০৬ সালে। ভিন্ন এবং স্বতন্ত্র ধারার গান পরিবেশনের জন্য দলটি অল্প দিনের মধ্যে শ্রোতাদের মন জয় করে।জলের গানের প্রথম অ্যালবাম ‘অতল জলের গান’ প্রকাশিত হয় ২০১৩ সালে। এ বছর জুন মাসে দলটির দ্বিতীয় অ্যালবাম ‘পাতালপুরের গান’ প্রকাশিত হয়েছে। জলের গানের এ পর্যন্ত প্রকাশিত সব গান দলটির নিজস্ব ওয়েব সাইট হতে ডাউনলোড করা যাবে। জলের গান আসছে এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও’-এ।
মিউজিক স্টেশন প্রচারিত হবে ২১ মে বৃহস্পতিবার রাত ১১ টা ২০ মিনিটে আরটিভিতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল ,উপস্থাপিকা ঈশিকা ও প্রযোজনা করেছেন শাহ আমীর খসরু।