রাত ৯টা ৩০ মি ২১ মে, এসএটিভি
স্টার লাইন রান্নাঘর-এর অতিথি
সঙ্গীতশিল্পী এ মামুন জাহিদ
প্রযোজনা: আবু জাফর রায়হান
স্টার লাইন রান্নাঘর-এর অতিথি হয়ে আসছেন সঙ্গীতশিল্পী এ মামুন জাহিদ। মামুন জাহিদ সাধারণত রবীন্দ্রসংগীত ও আধুনিক গান গেয়ে থাকেন। তিনি নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের মধ্যে একজন। তিনি ইতোমধ্যে বিভিন্ন উৎসব আয়োজনে সংগীত পরিবেশন করেছেন। গত বছর নভেম্বর মাসে তিনি আরেক প্রতিভাবান শিল্পী প্রিয়াংকা গোপের সাথে যৌথভাবে অ্যালবাম প্রকাশ করেন
‘স্টার লাইন রান্নাঘর’ অনুষ্ঠানে তাঁর সাথে অংশ নেবেন একজন শিক্ষানবিশ। তাদের কোন একটি বিশেষ খাবার রান্না, রন্ধন প্রনালী এবং ঐ খাবারের পুষ্টিগুণ ও অন্যান্য বিষয় উঠে আসবে এ অনুষ্ঠানে। প্রতিটি পর্বে দুটি করে রেসিপি থাকবে। একটি ওভেনে তৈরি করা হবে অন্যটি চুলায় রান্না করা হবে। আবু জাফর রায়হানের প্রযোজনায় অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতি বৃহষ্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে।