রাত ৯টা ৫ মি, ২১ মে, এনটিভি

টনএজ শো: স্বপ্ন দেখে মন

আজকের অতিথি: প্রসূন আজাদ

প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান
উপস্থাপক: সায়েম

এবারের পর্বে অতিথি হয়ে আসছেন প্রসূন আজাদ। মডেল এবং অভিনেত্রী প্রসুন আজাদ ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন। অবকুন্ঠন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় তার অভিনয় জীবনের শুরু। এরপর অবকুন্ঠন, ডাবল ৪২০, শহরের নতুন বালিকা, একটি মৃত্যুর স্বপ্ন, টকেটিভ ইত্যাদি নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান। এছাড়া বিপ্লব হায়দার পরিচালিত ফিল মাই লাভ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসূন। তিনি গিয়াস উদ্দিন সেলিমের সহকারী পরিচালক হিসেবে কাজ করেন মনপুরা চলচ্চিত্রে। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি তিনি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে ফ্যাশন মডেল হিসেবেও কাজ করেন।

মোহাম্মদ নূরুজ্জামান এর প্রযোজনায় সায়েম এর উপস্থাপনায় টনএজ শো: স্বপ্ন দেখে মন প্রচারিত হবে আজ রাত ৯ টা ৫ মিনিটে এন টিভিতে ।

২১ মে ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›