রাত ১১ টা ২১ মে, মাছরাঙা টেলিভিশন
তোমায় গান শোনাবো-তে নাশিদ কামাল
উপস্থাপনা: কৌশিক শংকর দাশ
প্রযোজনা : সাইফুল ইসলাম
মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’-তে গান পরিবেশন করবেন নজরুলগীতির স্বনামধন্য শিল্পী নাশিদ কামাল। দুই ঘণ্টা ব্যাপ্তির বৈঠকি ঘরানার এ অনুষ্ঠানে নিজের পছন্দ ও দর্শকদের অনুরোধে বেশ কিছু গান পরিবেশন করবেন তিনি। গানের পাশাপাশি কথা বলবেন নিজের জীবনযাত্রা ও সঙ্গীত ভাবনার নানা দিক নিয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কৌশিক শংকর দাশ। প্রযোজনা করবেন সাইফুল ইসলাম। তোমায় গান শোনাবো প্রচারিত হবে রাত ১১টায়।
মূলত নজরুল সঙ্গীত গেয়ে খ্যাতি অর্জন করলেও নাশিদ কামাল গজল অঙ্গের গান, লোকগীতি, আধুনিক ও বিদেশী ভাষায় গান গেয়েছেন। এ পর্যন্ত তাঁর ১০টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে যার মধ্যে সাতটি নজরুল সঙ্গীতের। বাকি তিনটি অ্যালবামের মধ্যে একটি পল্লীগীতির, একটি আধুনিক বাংলা গানের এবং একটি উর্দু গজলের অ্যালবাম।
সঙ্গীত চর্চার পাশাপাশি তিনি লেখালেখির সাথেও জড়িত। প্রফেসর ড. রফিকুল ইসলামের লেখা ‘নজরুল জীবনী’ গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন নাশিদ কামাল। এ ছাড়া তিনি প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দীনের ‘আমার শিল্পী জীবনের কথা’ গ্রন্থেরও ইংরেজি অনুবাদ করেন। উল্লেখ্য যে, কিংবদন্তী লোকসঙ্গীতশিল্পী আব্বাস উদ্দীন তাঁর সম্পর্কে নাশিদ কামালের দাদা।