সন্ধ্যা ৭টা ৫০মি ২১ মে, মাছরাঙা টেলিভিশন
এ সপ্তাহের টেলিফিল্ম
সাইকেল
চিত্রনাট্য: মহিউদ্দীন আহমেদ
পরিচালনা: পারভেজ আমিন
অভিনয়: রওনক হাসান, ঈশানা, আশিষ খন্দকার
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্ম সাইকেল। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মহিউদ্দীন আহমেদ। নির্দেশনা দিয়েছেন পারভেজ আমিন। টেলিফিল্মে অভিনয় করেছেন আশিষ খন্দকার, রওনক হাসান, ঈশানা প্রমুখ