সন্ধ্যা ৭টা ৫০ মি ২১ মে, একুশে টেলিভিশন
মিডিয়া গসিপ' এ
পরিচালক অনন্য মামুন
উপস্থাপনা: তানভীর তারেক
প্রযোজনা: ইসরাফিল শাহীন
মিডিয়ার সাম্প্রতিক সময়ের আলোচিত ভিন্ন ভিন্ন বিষয় এবং তারকাদের খোঁজ-খবর নিয়ে নির্মিত হয়েছে সেলিব্রেটি শো 'মিডিয়া গসিপ। অনুষ্ঠানটির প্রতি পর্বে হট সীটে অতিথি হিসেবে থাকেন একজন জনপ্রিয় তারকা এবং একজন মিডিয়া ব্যাক্তিত্ব। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তানভীর তারেক এবং প্রযোজনা করেছেন ইসরাফিল শাহীন।
এবারের পর্বে হট সীটের অতিথি পরিচালক অনন্য মামুন। চলচ্চিত্র জগতে অনন্য মামুনের যাত্রা শুরু হয় ২০০৬ সালে সোহানুর রহমান সোহানের ‘কথা দাও সাথি হবে’ ছবির কাহিনিকার ও সংলাপ রচয়িতা হিসেবে। অনন্য মামুন পরিচালিত প্রথম ছবি ‘মোস্ট ওয়েলকাম’। এরপর তিনি কলকাতার পরিচালক অশোক পতির সঙ্গে ‘আমি শুধু চেয়েছি তোমায়’ ছবি নির্মাণ করে আলোচনায় আসেন।
মিডিয়া গসিপের নিয়মিত সেগমেন্ট হট সিট ছাড়াও নিউজ ফ্ল্যাশ সেগমেন্টে দেশ-বিদেশের মিডিয়ার চলমান ঘটনার সর্বশেষ আপডেট জানানো হবে দর্শক-শ্রোতাদের। সেলিব্রেটি গসিপ শো 'মিডিয়া গসিপ প্রচারিত হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে একুশে টেলিভিশনে।