বিকাল ৪টা ৩০ মি, পাঠশালা সিনে ক্লাব, ঢাকা
পাঠশালা সিনে ক্লাবের উদ্যোগে চলচ্চিত্র প্রদর্শনী
পাঠশালা সিনে ক্লাবের উদ্যোগে ধানমণ্ডিতে অবস্থিত ক্লাবটির কার্যালয়ে (বাড়ি-৫৮, রোড- ১৫/এ নতুন) একটি পূর্ণদৈর্ঘ্য এবং একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সাই মিং লিয়াং পরিচালিত পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র ‘দ্য হোল’ এবং ববি পিয়ার্স পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্নিফার’ প্রদর্শনের পাশাপাশি আয়োজনের অংশ হিসেবে থাকছে আড্ডা। বিকাল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত ভেন্যুতে উপস্থিত থেকে ৫০০ টাকার বিনিময়ে নিবন্ধিত হয়ে যে কেউ এই প্রদর্শনী উপভোগ করতে পারেন। তবে পাঠশালার সদস্যরা ৮০ টাকার বিনিময়ে নিবন্ধিত হতে পারবেন। এটি ১৯৯৮ সালে নির্মিত একটি তাইওয়ানী চলচ্চিত্র।
ভিন্নধর্মী এক গল্প চিত্রায়িত হয় ‘দ্য হোল’ চলচ্চিত্রটিতে। ১৯৯৯ সালের কথা। তাইওয়ানে অদ্ভুত এক রোগের আবির্ভাব হয়। সবাইকে এলাকা ত্যাগ করতে বলা হলেও কিছু কিছু লোক থেকে যায়। তেমনই একজন এক দোকানদার এবং তার নিচতলায় বসবাসকারী এক মহিলা। পাইপ চেক করতে একদিন এক মিস্ত্রি এসে দোকানী ছেলেটির মেঝেতে একটি ফুটো করে। সেই ছিদ্র আর ঠিক করা হয় না। এ নিয়ে নিচ তলার মহিলার সাথে দোকানী ছেলেটির দ্বন্দ্ব তৈরি হয়।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্নিফার’ একটি সুররিয়্যালিস্ট চলচ্চিত্র। এতে দেখা যায় ডিওডর্যান্ট ফ্যাক্টরির এক কর্মী ঘুম থেকে উঠে নিজেকে অভিকর্ষ বল শূন্য অবস্থায় নিজেকে আবিষ্কার করে শোয়ার ঘরের ছাদের কাছাকাছি। এরপর তার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটে যা তার জীবনটাকেই পালটে দেয়। এটি ২০০৬ সালে নির্মিত একটি নরওয়েজিয়ান চলচ্চিত্র।
সাতদিন/এমজেড