দুপুর ১২ টা ১৫ মি ২৩ মে, চ্যানেল আই ভবন
চ্যানেল আইয়ের 'নজরুল মেলা'র সংবাদ সম্মেলন
সরাসরি সম্প্রচার
অংশগ্রহণে: চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, এবি ব্যাংক লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, আজীবন সম্মাননায় ভূষিত ব্যক্তিত্ব
প্রতি বছরের মতো চ্যানেল আই চত্বরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে এবছরও ‘নজরুল মেলা’র আয়োজন করতে যাচ্ছে চ্যানেল আই। এবি ব্যাংকের প্রধান পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য মেলার বিস্তারিত জানাতে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। মেলায় দেয়া হবে নজরুল সঙ্গীত / নজরুল গবেষণার জন্য একজন ব্যক্তিত্বকে আজীবন সম্মাণনা। এ উপলক্ষে ২৩ মে দুপুর ১২ টা ১৫ মিনিটে চ্যানেল আই ভবনে (৪০, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও শিল্প এলাকা ঢাকা-১২০৮) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন- চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, এবি ব্যাংক লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, আজীবন সম্মাননায় ভূষিত ব্যক্তিত্ব প্রমুখ।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আজ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবি ব্যাংক-চ্যানেল আই নজরুল জয়ন্তীমেলা '১৫। মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। মেলায় থাকবে নজরুলীয় চিত্রাংকন, আবৃত্তি পাঠ, নজরুলের কর্মপরিমণ্ডল নিয়ে স্মৃতিচারণ, চ্যানেল আই প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চ থেকে নৃত্য ও গান পরিবেশনা। এছাড়া থাকবে নজরুলের স্মৃতিকর্ম নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে ক্ষুদ্র ও কুটিরশিল্পের স্টল, কনা রেজার পানসুপারি ও কেকা ফেরদৌসীর রান্নাঘর। মেলা শুরু হবে সকাল ১১টা ০৫ মিনিট থেকে। মেলার উদ্বাধন করবেন দেশের প্রথিতযশা ব্যক্তিগণ। নজরুলকে নিয়ে এটি চ্যানেল আইয়ের দশম আয়োজন। মেলা শেষ হবে বেলা ২টায়। পুরো মেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।