সন্ধ্যা ৬টা ৩০ মি, ২২ মে, জাতীয় গণগ্রন্থাগার, ঢাকা

প্রামাণ্য-চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা

নস্টালজিয়া ফর লাইট


বাংলাদেশ ডকুমেন্টারি কাউন্সিলের উদ্যোগে জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রদর্শিত হবে চিলির বিখ্যাত পরিচালক প্যাট্রিসিয়া গুজমান পরিচালিত প্রামাণ্য-চলচ্চিত্র ‘নস্টালজিয়া ফর লাইট’। চিলির স্বৈরশাসক আগুস্টো পিনোচেট-এর আমলের সুদূর প্রসারি প্রভাবকে তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। ৯০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১০ সালে।


এই প্রামাণ্য চলচ্চিত্রটিতে দেখানো হয় আগুস্টো পিনোচেটের আমলে সজন হারানো নারীদের। এই সব নারীদের সজনদেরকে হত্যা করা হয়েছিল। তারা আজও স্মৃতি হাতড়ে বেড়ায়, স্মৃতির মাঝে কুঁজতে চায় সুখময় অতীতকে। তাঁরা তাদের মৃত সজনদের হাড় খোঁজে বধ্যভূমিতে। তাঁদের এই খোঁজাকে তুলনা করা হয়েছে মহাকাশ গবেষকদের সাথে যারা সুদূর অতীতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে গবেষণা করছেন, জানতে চাইছেন মানব জাতীর অতীত।

সাতদিন/এমজেড

২২ মে ২০১৫

মুভি

 >  Last ›