রাত ১০টা ৫৮মি ২২ মে, এটিএন বাংলা
এ সপ্তাহের নাটক তুমি কি কেবলই ছবি
রচনা: জি এম স্পর্শ
পরিচালনা: জি এম সৈকত
অভিনয়: সাব্বির আহমেদ, অহনা, নাজনীন, দোলন, উচ্ছ্বাস, বাবুল
জিএম স্পর্শের রচনায় তুমি কি কেবলই ছবি? নাটকটি পরিচালনা করেছেন জি এম সৈকত। একটি রোমান্টিক ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে রচিত হয়েছে ‘তুমি কি কেবলই ছবি?। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাব্বির আহমেদ, অহনা, নাজনীন, দোলন, উচ্ছ্বাস, বাবুল প্রমুখ। এটিএন বাংলায় শুক্রবার রাত ১০ টা ৫৮ মিনিটে প্রচারিত হবে নাটকটি।