সন্ধ্যা ৬টা ৩০ মি, ২৩ মে, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা
ফরিদা পারভীনের একক সংগীতসন্ধ্যা
ঢাকার গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় লোকসংগীতের শিল্পী ফরিদা পারভীনের একক সংগীতসন্ধ্যা।
মাগুরা জেলায় ওস্তাদ কমল চক্রবর্তী-র কাছে ফরিদা পারভীনের গানের হাতেখড়ি হয়। পরবর্তীতে তিনি কুষ্টিয়ার তখনকার গানের ওস্তাদ রবীন্দ্রনাথ রায়, মোতালেব বিশ্বাস এবং ওসমান গণি'র কাছে শাস্ত্রীয়সংগীত শেখেন। তাঁর নজরুল সঙ্গীতের প্রথম গুরু হচ্ছেন কুষ্টিয়ার ওস্তাদ আবদুল কাদের। এরপর তিনি মেহেরপুরে মীর মোজাফফর আলী'র কাছেও নজরুল সঙ্গীত শেখেন।
১৯৬৮ সালে তিনি রাজশাহী বেতারের তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী নির্বাচিত হন। বাংলাদেশের স্বাধীনতার পরে লালন সাঁইজির গানের সঙ্গে ফরিদার যোগাযোগ ঘটে কুষ্টিয়ার গুরু মোকছেদ আলী সাঁই-এর মাধ্যমে। ১৯৭৩ সালে ফরিদা তাঁর কাছেই 'সত্য বল সুপথে চল' গান শিক্ষার মাধ্যমে লালন সাঁইজির গানের তালিম নেন। পরে মোকছেদ আলী সাঁইয়ের মৃত্যুর পর খোদা বক্স সাঁই, ব্রজেন দাস, বেহাল সাঁই, ইয়াছিন সাঁই ও করিম সাঁইয়ের কাছে লালন সঙ্গীতের শিক্ষা গ্রহণ করেন। ফরিদা পারভিন ফুকুওয়াকা এশিয়ান কালচারাল প্রাইজ, একুশে পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।
সাতদিন/এমজেড