সকাল ১১টা, ২৯ মে, বৈশাখী টেলিভিশনে

একটি দৈনন্দিন প্রেমের গল্প

রচনা: পলাশ মাহবুব
পরিচালনা: হাসান মোরশেদ
অভিনয়: নওশীন, হিল্লোল এবং এবারের লাক্স ফটো সুন্দরী সামিয়া সাঈদ


ভালোবাসা দিবসে বৈশাখী টেলিভিশনের প্রচারের জন্য নির্মিত হয় বিশেষ নাটক ‘একটি দৈনন্দিন প্রেমের গল্প’। নাটকটি লিখেছেন পলাশ মাহবুব। পরিচালনা করেছেন হাসান মোরশেদ। অভিনয়ে নওশীন, হিল্লোল এবং এবারের লাক্স ফটো সুন্দরী সামিয়া সাঈদ।


নাটকটি প্রসঙ্গে নাট্যকার পলাশ মাহবুব বলেন, “নাটকটি তার নামের মতোই। এটি একটি দৈনন্দিন আটপৌরে প্রেমের গল্প। যা আমরা হরহামেশা আমাদের চারপাশে ঘটতে দেখি। তবে সেই জানা গল্পকেই একটু ভিন্নভাবে পাওয়া যাবে এই নাটকে।”

২৯ মে ২০১৫

নাটক

 >  Last ›