রাত ১০টা ১০মি ২২ মে, একুশে টেলিভিশন
বিরতীহিন নাটক: কেমন আছো তুমি
রচনা ইরাজ আহমেদ
পরিচালনা সতীর্থ রহমান
অভিনয় জয়ন্ত চট্টোপাধ্যায়, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, অশোক ব্যাপারী
কথা সাহিত্যিকের মঈন রায়হান লেখালেখির একপর্যায়ে এসে হাপিয়ে ওঠেন। কিছুতেই তিনি আর লিখতে পারছেন না। তার কয়েকজন শুভাকাঙ্ক্ষী এবং একজন সম্পাদকের পরামর্শে তিনি শহর থেকে দূরে এসে একটি বাংলোতে ওঠেন। শুরু করেন লেখালেখি। হঠাৎ একদিন তিনি তার বালিশের নিচে খুঁজে পান একটি চিরকুট। এতে লেখা ছিল তুমি কেমন আছো? কোথা থেকে এসেছে চিরকুটটি? বাড়ির কেয়ারটেকার, ড্রাইভার কেউ বলতে পারছে না চিরকুটের রহস্য। এরপর তিনি কয়েকদিন যেতে না যেতে তিনি আরেকটি চিরকুট পান। তাতে লেখা থাকে কয়েকটি কবিতার লাইন, যা নিলুফা ছাড়া আর কারো জানার কথা নয়; কিন্তু নিলুফার তো মারা গেছে অনেকদিন আগে। তাহলে কোথা থেকে আসছে চিরকুট?
ইরাজ আহমেদের রচনা ও সতীর্থ রহমানের পরিচালনায় নাটক তুমি কেমন আছো? প্রচারিত হবে একুশে টেলিভিশনে। নাটকটিতে অভিনয় করেছেন_ জয়ন্ত চট্টোপাধ্যায়, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, অশোক ব্যাপারী প্রমুখ।