রাত ১১টা ৫ মি ২২ মে, একুশে টেলিভিশন
ফোনো লাইভ স্টুডিও কনসার্ট এ ব্যান্ড পরাহ
প্রযোজনা: রিয়াজুম মুনির শৈবাল
একুশের ফোনো লাইভ স্টুডিও কনসার্টে সংগীত পরিবেশন করবে ব্যান্ড দল 'পরাহ'। একুশে টেলিভিশনের ফোন লাইভ স্টুডিও কনসার্টে দর্শকদের ভালো লাগার কিছু গান গাইবে তারা। এছাড়া সঙ্গীতায়জনের ফাঁকে ফাঁকে দর্শকদের সাথে ফোনে সরাসরি আড্ডা দিবেন পরাহ এর সদস্যরা। প্রতি শুক্রবার রাত ১২টা ৫ মিনিটে একুশের নিয়মিত এই আয়োজনটির প্রযোজনা করেছেন রিয়াজুম মুনির শৈবাল।