রাত ৯টা ৩০ মি, ২৯ মে, মাছরাঙা টেলিভিশন
টিভির পর্দায় বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব ২০১৩
নৃত্যশিল্পী বিদুষী আলারমেল ভাল্লি
প্রযোজনা: স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে উচ্চাঙ্গ সংগীতের অন্যতম বৃহৎ উৎসব ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৩’-এর ধারণকৃত অংশ। ২০১৩ সালের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উৎসবে উপমহাদেশের শতাধিক খ্যাতিমান শিল্পী সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এবারের পর্বে প্রচারিত হবে নৃত্যশিল্পী বিদুষী আলারমেল ভাল্লি’র পরিবেশনা।
আলারমেল ভাল্লির জন্ম ১৯৫৬ সালে। তিনি পণ্ডানাল্লুর স্টাইলের নৃত্য পরিবেশন করে থাকেন যা ভরতনাট্যমের একটি রূপ। পদ্মশ্রী, সংগীত-নাটক একাডেমি এওয়ার্ড’সহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। প্রখ্যাত নৃত্যগুরু চোক্কালিঙ্গাম পেল্লাই এবং তার ছেলে সুব্বারায়া পেল্লাই-এর কাছে নাচ তাঁর নৃত্যশিক্ষার শুরু। এরপর আরও অনেক গুণী শিল্পীর সান্নিধ্য তিনি পেয়েছেন।
সাতদিন/এমজেড