দুপুর ২টা ৩০ মি, ২২ মে, মাছরাঙা টিভি
ইচ্ছে গানের দুপুরে পুতুল
উপস্থাপনা: দিঠি আনোয়ার
প্রযোজনা: অজয় পোদ্দার
মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘ইচ্ছে গানের দুপুর’-এর এবারের পর্বে থাকছেন ক্লোজআপ ওয়ানের দ্বিতীয় আসরের সেরা দশ থেকে উঠে এসেছেন কণ্ঠশিল্পী পুতুল। পুতুলের সঙ্গীতে হাতেখড়ি তার বড় বোনের কাছ থেকে। এর পর ওস্তাদ সুরেন বর্মণ, ওস্তাদ আতিকুর রহমানের কাছে তালিম নিয়েছেন। বর্তমানে সুজিত মোসত্মফার কাছে সঙ্গীত শিখছেন। ছোটবেলা থেকে অনেক পুরস্কার পেয়েছেন তিনি।
পুতুলের প্রথম একক অ্যালবামের নাম 'সন্ধ্যা বাড়ির বারান্দায়'। দ্বিতীয়টির নাম 'মাটির পুতুল'। মাটির পুতুল অ্যালবামটিতে তিনি নিজেই মিউজিক কম্পোজিশন করেছেন।
অজয় পোদ্দারের প্রযোজনায় ‘ইচ্ছে গানের দুপুর’ মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় প্রতি শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড