রাত ১২টা ২ মি, ২২ মে, মাছরাঙা টিভি

বিরতিহীন নাটক: দুলছে দোলনা

পরিচালনা: জাফর ইকবাল গোর্কী
অভিনয়ে: সজল, বিন্দু, কচি খন্দকার, মনিরা মিঠু


একই বিশ্ববিদ্যালয়ে পড়ে শিখা ও তিতাস। ঘটনাক্রমে দু’জনের মধ্যে প্রেমের সেতুবন্ধন তৈরি হতে থাকে। অন্যদিকে, বয়সের অনেক পার্থক্য থাকলেও সুন্দর, মেধাবী আর রোমান্টিক শিখার প্রতি বরাবরই দুর্বল এক সময়ের সহকর্মী মিঃ শফিক। কিন্তু শফিকের প্রতি দুর্বল থাকে শিখার বড় বোন মিতা। এভাবেই এগোয় নাটক ‘দুলছে দোলনা’র গল্প।


জাফর ইকবাল গোর্কী’র পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সজল, বিন্দু, কচি খন্দকার, মনিরা মিঠু’সহ আরও অনেকে।

সাতদিন/এমজেড

২২ মে ২০১৫

নাটক

 >  Last ›