রাত ৮টা, ২৩ মে ও সকাল ৮টা ১৫ মি, ২৪ মে, বৈশাখী টেলিভিশন
মিউজিক ট্রেন-এ আহমেদ রাজীব
প্রযোজনা: এস আর রোমেল
উপস্থাপনা: ইমতু রাতিশ
গান নিয়ে সরাসরি অনুরোধ ও শিল্পীর সাক্ষাত্কার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘দ্য মিউজিক ট্রেন’। অনুষ্ঠানের প্রতি পর্বে একজন অতিথি শিল্পী থাকেন। সঞ্চালক অতিথির সাথে গান বিষয়ক নানা আলোচনা করেন। প্রতি পর্বে প্লে লিস্টে ১০টি করে গানের তালিকা দেওয়া হয়, যা দর্শক তাদের পছন্দ অনুযায়ী ফোন এবং এসএমএসের মাধ্যমে প্রচারের অনুরোধ জানাতে পারেন। এছাড়া নতুন গান এবং অ্যালবাম সম্পর্কে থাকে নানা খোঁজখবর।
এবারের পর্বের অতিথি শিল্পী আহমেদ রাজীব।
মেলোডি নির্ভর ভরাট কণ্ঠের এই গায়ক এপার এবং ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয়। সম্প্রতি প্রকাশ হয়েছে তার তৃতীয় একক এ্যালবাম 'অথচ'। চট্টগ্রামে জন্ম নেয়া এই শিল্পী ২০০৫ সাল থেকে আধুনিক বাংলা গানের চর্চা করে আসছেন।
২০০৫ সালে প্রকাশিত হয় 'কাঁচের ছবি'নামক তার প্রথম এ্যালবাম এবং ২০০৯ সালে বাজারের আসে তার দ্বিতীয় এ্যালবাম 'যদিও'।
অর্নিকের উপস্থাপনায় এবং এসআর রুমেলের প্রযোজনায় 'মিউজিক ট্রেন' প্রচারিত হচ্ছে প্রতি শনিবার রাত ৮টায়।