২৪ মে থেকে ১৩ জুন, শিল্পকলা একাডেমি, ঢাকা

২১তম জাতীয় চারুকলা প্রদর্শনী


বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামী ২৪ মে থেকে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হচ্ছে ২১তম জাতীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৫ যা ১৩ জুন পর্যন্ত চলবে। আগামী ২৪ মে ২০১৫ রবিার বিকেল ৫টায় উৎসবের উদ্বোধন করা হবে। ২৬১ জন শিল্পীর ২৭৩টি শিল্পকর্ম এই উৎসবে প্রদর্শনীর জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। ২০ দিনের এই প্রদর্শনী শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।


একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত, এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর, এমপি, বরেণ্য শিল্পী রফিকুন নবী এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম আক্তারী মমতাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন।

উৎসব উপলক্ষ্যে চিত্রকলা, ছাপচিত্র, ভাস্কর্য, স্থাপনা, ভিডিও স্থাপনা ও পারফর্মিং আর্ট ক্যাটাগরিতে শিল্পকর্ম আহবান করা হয়। এই আহবানে সাড়া দিয়ে ৬৯৯ জন শিল্পী ১৬৬০টি শিল্পকর্মের জন্য আবেদন করেন যার মধ্যে ২৬১ জনের ২৭৩টি শিল্পকর্ম প্রাথমিকভাবে প্রদর্শনীর জন্য বাছাই করা হয়। এর মধ্যে রয়েছে ১৫৮টি পেইন্টিং, ৪৯টি ভাস্কর্য, ৩২টি ছাপচিত্র, ৩১টি স্থাপনা ও ভিডিও স্থাপনা এবং ৩টি পারফরমেন্স আর্ট।

এবারের প্রদর্শনীতে ১০টি পুরস্কার প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে শ্রেষ্ঠ পুরস্কার ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার’, বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক ৩টি সম্মান সূচক পুরস্কার, ১টি বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার, সোসাইটি ফর প্রমোশন অফ বাংলাদেশ আর্ট পুরস্কার, এবি ব্যাংক পুরস্কার, ভাষা সৈনিক গাজীউল হক পুরস্কার, দীপা হক পুরস্কার এবং আজিজুন্নেছা পুরস্কার।

উল্লেখ্য, ৪২ বছর আগে ১৯৭৪ সালে সমকালিন চিত্রকলা প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিষয়ক কর্মকাণ্ড শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালে প্রথম জাতীয় চারুকলা প্রদর্শনীর আয়োজন করা হয়।

সাতদিন/এমজেড

২৪ মে ২০১৫

প্রদর্শনী

 >  Last ›