বিকেল ৩টা ১৫ মি এটিএন বাংলা

ক্রিড়াঙ্গনের খবরাখবর নিয়ে

খেলার জগৎ

উপস্থাপনা: পরাগ আরমান
পরিচালনা মোশতাক হোসেন মাশুক


এটিএন বাংলার খেলাধুলা বিষয়ক নিয়মিত সাপ্তাহিক আয়োজন খেলার জগৎ। অনুষ্ঠানটি রবিবার বিকাল ৩টা ১৫মিনিটে প্রচার হবে। সারা দেশের খেলাধুলা বিষয়ক পজিটিভ উদ্যোগ, জেলা ক্রীড়া সংস্থা ও ক্রীড়া ফেডারেশন গুলির কার্যক্রম, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলাধুলা ইত্যাদি বিষয়গুলি নিয়মিত স্থান পায় খেলার জগৎ অনুষ্ঠানে। পাশাপাশি সারাদেশের খেলার মাঠের স্বল্পতা, গ্রামীন খেলাধুলার হারিয়ে যাওয়া, নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠকদের অবমুল্যায়ন, ক্রীড়াঙ্গনে রাজনীতির অশুভ প্রভাব, এসব বিষয়েও আমরা সক্রিয় থাকার চেষ্টা করেছি বিগত সাতটি বছরে খেলার জগৎ এর মাধ্যমে। ইতোমধ্যে অনুষ্ঠানটি দর্শকপ্রিয়তা অর্জন করেছে। খেলার জগৎ অনুষ্ঠানটি এ পর্যন্ত ৪০০ টির অধিক পর্ব প্রচার হয়। মোশতাক হোসেন মাশুকের পরিচালনায় খেলার জগৎ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পরাগ আরমান।

৯ আগস্ট ২০১৫

স্পোর্টস

 >