সকাল ১০টা ২০ মি, ২৪ মে, বৈশাখী টিভি
আলাপ-এর অতিথি
সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী
উপস্থাপনা: শান্তা
প্রযোজনা: পলাশ মাহবুব
নজরুল সংগীতের জনপ্রিয় শিল্পী ইয়াসমিন মুশতারী প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন ১৯৯৫ সালে। ‘আমি চাঁদ নহি’ শিরোনামের সেই অ্যালবাম প্রকাশের পর পেরিয়ে গেছে প্রায় ২০টি বছর। এখনও শ্রোতাদের মুগ্ধ করে যাচ্ছেন এই গুণী শিল্পী। এ পর্যন্ত তাঁর ৭টি একক অ্যালবাম প্রকাশিত হয়েছে। বেঙ্গল মিউজিক বাজারে এনেছে তাঁর সর্বশেষ অ্যালবাম ‘মহুয়া বনে’।
ইয়াসমিন মুশতারী আসছেন বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’-এর অতিথি হয়ে। পলাশ মাহবুবের প্রযোজনায় অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহষ্পতিবার। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন শান্তা।
সাতদিন/এমজেড