বিকাল ৩টা ৩০ মি, ২৫ মে, এসএটিভি
নাচের বিশেষ অনুষ্ঠান
সন্ধ্যা তারার ফুল
নৃত্য পরিবেশনায়: ইলা খান ও তার দল
প্রযোজনায়: বিকাশ সরকার
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী ১১ জ্যৈষ্ঠ। এ বিশেষ দিনে নানা অনুষ্ঠানের মাধ্যমে কবিকে স্মরণ করবে সমগ্র জাতি। এসএটিভি এ বিশেষ দিনে বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ করেছে যার মধ্যে কবির গান নিয়ে নৃত্যানুষ্ঠান ‘‘সন্ধ্যা তারার ফুল”। নজরুল ইসলামের চারটি গানের সাথে নাচ নিয়ে এই অনুষ্ঠানটি সম্পূর্ন আউটডোরে ধারণ করা হয়েছে। এতে নৃত্য পরিবেশনায় থাকছেন ইলা খান ও তার দল। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বিকাশ সরকার।
সাতদিন/এমজেড