বিকাল ৪টা, ২৫ মে, এসএটিভি

নজরুল জন্মজয়ন্তীর

বিশেষ নাটক: মানসী

রচনা ও পরিচালনা: ফেরদৌস হাসান
অভিনয়: সুমাইয়া শিমু, অপূর্ব, দিলারা জামান, আল মনসুর


ক্লাসের ফার্স্ট বয় নজরুল ১৯১৭ সালে প্রথম মহাযুদ্ধে সৈনিক হিসাবে ভর্তির জন্য আসানসোল এস ডি ও-র বাড়ি যান চিঠি আনবার জন্য। কারণ এস ডি ও-র সুপারিশ ব্যাতিরেকে সৈনিক পদে ভর্তির কোন সুযোগ ছিল না। সেই বাড়িতে এস ডি ও-র কন্যাকে দেখে নজরুলের ময়মনসিংহ ত্রিশালের নূরজাহানের কথা মনে পড়ে যায়। এস ডি ও সাহেব যেহেতু নজরুলকে ভালমত চেনেন না তাই তিনি নজরুলের এক সময়ের আশ্রয়দাতা পুলিশ সাব-ইন্সপেক্টর কাজী রফিজউল্লাহ সাহেবকে নজরুলের আচরণ জানতে চেয়ে টেলিগ্রাম করেন ইত্যাদি। মূলত নাটকের কাহিনী বিন্যাসের প্রয়োজনে এখানে কিছুটা কল্পনায় আশ্রয় নেয়া হয়েছে যেমন এস ডি ও-র মেয়ে চরিত্র মানসী।


ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সুমাইয়া শিমু, অপূর্ব, দিলারা জামান, আল মনসুর’সহ আরও আনেকে।

সাতদিন/এমজেড

২৫ মে ২০১৫

নাটক

 >  Last ›