রাত ১১টা, ২৫ মে, এসএটিভি
সুবর্ণ কাজী’র উপস্থাপনায়
প্রামাণ্য অনুষ্ঠান: চলচ্চিত্রে নজরুল
গবেষণা: অনুপম হায়াৎ
নৃত্য: নন্দনকলা কেন্দ্র
প্রযোজনা: শাহীন মাহমুদ
কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম ২৪ মে ১৯৯৯ খৃষ্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ। মৃত্যু ২৯ আগষ্ট ১৯৭৬ খৃষ্ঠাব্দ ১২ই ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালী কবি, সঙ্গীতজ্ঞ, সঙ্গীতস্রষ্টা, দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রনোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, দেশপ্রেমিক এবং বাংলাদেশের জাতীয় কবি। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুই অঞ্চলেই তাঁর কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তাঁর কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গীর কারণে তাঁকে বিদ্রোহী কবি হিসেবেও আখ্যায়িত করা হয়। এত কিছুর পরও তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় আছে যা সবসময়ই আলোচনার বাইরে থেকে যায়। আর তা হচ্ছে চলচ্চিত্রে নজরুলের অবদান।
তিনি ১৯৩৪ সালে সত্যেন্দ্র নাথ দত্ত’র সাথে যৌথভাবে পরিচালনা করেন ‘ধ্রুব’ চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রে তিনি নারদ চরিত্রে অভিনয় করে বেশ সমালোচিতও হন। এছাড়াও তিনি আরো বেশ কিছু চলচ্চিত্রে গীতিকার ও সুরকার হিসেবে কাজ করেন। ভারতীয় উপমহাদেশের প্রথম বাঙালী মুসলিম চিত্রপরিচালক হিসেবেও তাঁর নাম ইতিহাসের পাতায় উল্লেখ পাওয়া যায়। চলচ্চিত্রে নজরুলের কর্মমান্ড নিয়ে শিরোনামে এই বিনোদন মূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘চলচ্চিত্রে নজরুল’।
অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকছেন কাজী নজরুল ইসলামের প্রপৌত্র সুবর্ণ কাজী এবং গবেষণায় রয়েছেন অনুপম হায়াৎ। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন নন্দনকলা কেন্দ্র। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীন মাহমুদ।
সাতদিন/এমজেড