রাত ৮টা ১৫মি, ২৫ মে, বাংলাভিশন

কাজী নজরুল ইসলামের

নাটিকা: শিল্পী

চিত্রনাট্য ও পরিচালনা: কাওনাইন সৌরভ
অভিনয়: মৌটুসী বিশ্বাস


বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে কাজী নজরুলের একক নাটিকা ‘শিল্পী’ প্রচারিত হবে বাংলাভিশনে। নাটকের মূল চরিত্র শিরাজ শিল্পী, চির সুন্দরের উপাসক বলে সাধারণ অনুভূতির বন্ধন স্বীকার করতে চায়না। কিন্তু তার স্ত্রী লায়লী তাকে সাধারণ অনুভূতি সম্পন্ন মানুষ হিসেবে পাওয়ার জন্য ব্যাকুল। এমনই এক চিরন্তন দ্বন্দ্ব ফুটে উঠেছে এই নাটকে।


এতে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস ও অন্যান্য। কাজী নজরুলের নাটক ‘শিল্পী’ থেকে এই একক নাটিকাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাওনাইন সৌরভ।

সাতদিন/এমজেড

২৫ মে ২০১৫

নাটক

 >  Last ›