বিকেল ৫টা ২০মি, ২৫ মে, বাংলাভিশন
ফাহমিদা নবী’র একক সঙ্গীতানুষ্ঠান
খুঁজি তারে আমি আপনায়
প্রযোজনা: তাহমিনা মুক্তা
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী’র একক সঙ্গীতানুষ্ঠান ‘খুঁজি তারে আমি আপনায়’ প্রচারিত হবে বাংলাভিশনে। অনুষ্ঠানে ফাহমিদা নবী শোনাবেন ‘আমার আপনার চেয়ে আপন যেজন’, ‘আবার ভালোবাসার স্বাদ জাগে’, ‘আমার যাবার সময় হলো’, ‘সুরে ও বাণীর মালা দিলে তুমি’, ‘যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই’ শিরোনামে গানগুলো।
‘খুঁজি তারে আমি আপনায়’ বাংলাভিশনে প্রচারিত হবে ২৫ মে, সোমবার বিকাল ৫টা ২০মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহমিনা মুক্তা।
সাতদিন/এমজেড