সন্ধ্যা ৬টা ৫ মি, ২৫ মে, বাংলাভিশন
নজরুল-এর কবিতা অবলম্বনে নাটক
বাঁধন হারা পালক
রচনা: শুভাশিস সিনহা
পরিচালনা: জাহেদ নবী
অভিনয়: মীর সাব্বির, সোহানা সাবা, জয়ন্তী বণিক
কাজী নজরুল ইসলাম-এর ‘পূজারিণী’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘বাঁধন হারা পালক’। নজরুলের কবিতা অবলম্বনে নাটকটি লিখেছেন শুভাশিস সিনহা। জাহেদ নবী’র পরিচালনায় এতে অভিনয় করেছেন মীর সাব্বির, সোহানা সাবা, জয়ন্তী বণিক এবং একটি অতিথি চরিত্রে কুসুম শিকদার।
সাতদিন/এমজেড