সন্ধ্যা ৭ টা ৪০ মি, ২৫ মে, মাছরাঙা টিভি
নজরুলের গল্প অবলম্বনে
নাটক ‘শিউলিমালা’
পরিচালনা: রেহমান খালিল
অভিনয়: সাঈদ বাবু, ভাবনা
নজরুল জন্মজয়ন্তীতে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নজরুলের গল্প অবলম্বনে নাটক ‘শিউলিমালা’। নর-নারীর প্রেম এই নাটকের উপজীব্য বিষয়। রেহমান খালিলের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সাঈদ বাবু, ভাবনা প্রমুখ।
সাতদিন/এমজেড