সন্ধ্যা ৬টা ৫ মি, ২৫ মে, একুশে টিভি
একুশের সৃজনশীল সন্ধ্যায়
মোয়াজ্জেম হোসেন চৌধরী
প্রযোজনা: শাওন রায় চৌধুরী
একাধারের শিল্পপতি, লেখক ও গবেষক মোয়াজ্জেম হোসেন চৌধরী। বিজ্ঞানের ছাত্র হয়েও মোয়াজ্জেম হোসেন চৌধরী শিল্প সাহিত্যের প্রতি গভীর আগ্রহ বোধ করেন। তিনি ‘তরঙ্গ অফ ক্যালিফোর্নিয়া’ নামের একটি সংগঠন গড়ে তুলেছেন। ২০০১ সাল থেকে সংগঠনটি শিক্ষা এবং বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছে।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে একুশে টেলিভিশনের নিয়মিত আড্ডার আনুষ্ঠান ‘একুশের সৃজনশীল সন্ধ্য’য় আসছেন এই গুণী ব্যক্তিত্ব। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাওন রায় চৌধুরী।
সাতদিন/এমজেড