রাত ১১টা, ২৫ মে, এটিএন বাংলা
নজরুল জন্মজয়ন্তীর সঙ্গীতানুষ্ঠান
মনে পড়ে আজ
শিল্পী: ইয়াকুব আলী খান, ফাতেমা তুজ জোহরা, শাহীন সামাদ, ইয়াসমিন মুশতারি, সুজিত মোস্তাফা ও তানিয়া নাহিদ
উপস্থাপনা: রুকসানা কবীর কাকলী
বিদ্রোহী কবি, প্রেমের কবি, সাম্যের কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘মনে পড়ে আজ’। রুকসানা কবীর কাকলী’র উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু। এফডিসিস্থ এটিএন বাংলার স্টুডিওতে ধারণকৃত অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করেছেন ৬ জন জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী। এরা হলেন ইয়াকুব আলী খান, ফাতেমা তুজ জোহরা, শাহীন সামাদ, ইয়াসমিন মুশতারি, সুজিত মোস্তাফা এবং তানিয়া নাহিদ। ‘তোরা সব জয়ধ্বনি কর’ শিরোনামের গান দিয়ে শুরু হবে সঙ্গীতানুষ্ঠান ‘মনে পড়ে আজ’। এরপর রয়েছে কবিতা আবৃত্তি। নজরুলের বিখ্যাত কবিতা ‘বল বীর’ আবৃত্তি করেছেন মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে ইয়াকুব আলী খান গেয়েছেন ‘ তুমি আমায় ভালোবাস’ শিরোনামের গান। ফাতেমা তুজ জোহরা গেয়েছেন ‘ এলো ফুলের মৌসুম’, শাহীন সামাদ গেয়েছেন ‘ প্রিয় এমনও রাত যেন’, ‘মনে পড়ে আজ’ গেয়েছেন ইয়াসমিন মুশতারি, সুজিত মোস্তাফা গেয়েছেন ‘ কথা কও কও কথা’ এবং তানিয়া নাহিদ গেয়েছেন ‘খোল খোল খোল দুয়ার’ শিরোনামের গান।
সাতদিন/এমজেড