বিকাল ৫টা ৩০ মি, ২৬ মে, এসএটিভি
বেলাশেষে’র অতিথি
লেখক ও গবেষক অনুপম হায়াৎ
প্রযোজনা: কাজী চপল
এসএ টেলিভিশনের সান্ধ্যকালিন আড্ডার অনুষ্ঠান ‘বেলাশেষে’র অতিথি হিসেবে এবারের পর্বে থাকছেন চলচ্চিত্র গবেষক এবং লেখক অনুপম হায়াৎ। তাঁর এ পর্যন্ত প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘তিনটি বিদেশী চিত্রনাট্য’, ‘জহির রায়হানের চলচ্চিত্র: পটভূমি, বিষয় ও বৈশিষ্ট্য’, ‘রবীন্দ্রনাথ ও চলচ্চিত্র’, ‘চলচ্চিত্র জগতে নজরুল’ ইত্যাদি।
কাজী চপলের প্রযোজনায় ‘বেলাশেষে’ আনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড