সন্ধ্যা ৭টা ৫০ মি, ২৫ মে ও বিকাল ৩টা ৫ মি, ২৬ মে, চ্যানেল আই

বিবিসি বাংলাদেশ সংলাপের ১১৮তম পর্বে

রোহিঙ্গা শরনার্থী প্রসঙ্গ

আলোচক: ড: মশিউর রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দেলোয়ার হোসেন ও ড: নাজনীন আহমেদ


ঢাকায় আনুষ্ঠিত এবারের বিবিসি বাংলাদেশ সংলাপে বিভিন্ন আলোচ্য বিষয়ের মধ্য প্রাধান্য পেয়েছে বাংলাদেশে রোহিঙ্গা শরনার্থী প্রসঙ্গ এবং মানব পাচার। এ ছাড়া আলোচনায় উঠে এসেছে নারীর নিরাপত্তা, গণতান্ত্রের চর্চা’র মত গুরুত্বপূর্ণ বিষয় সমূহ। আলোচনায় প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড: মশিউর রহমান, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক দেলোয়ার হোসেন এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস-এর গবেষক ড: নাজনীন আহমেদ ।



আলোচনার বিভিন্ন পর্যায়ে দর্শকদের মধ্য থেকে উঠে এসেছে নানা প্রশ্ন। যে সকল প্রশ্ন নিয়ে এবারে প্রাণবন্ত আলোচনা হয়েছে সেগুলো হলো—

১. অবৈধপন্থায় সমুদ্রপথে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে যে সংকট এখনো চলছে, প্রতিবেশী মিয়ানমারের সব ধরণের সহযোগিতা ছাড়া তার কি একটি টেকসই সমাধান সম্ভব?
২. মারাত্বক বিপদের আশঙ্কা থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ কেন বেপরোয়া হয়ে দেশ ছাড়ছে?
৩. একজন প্রভাবশালী মন্ত্রী বলেছেন যে বেশী গণতন্ত্রে সরকার বিশ্বাস করে না। কিন্তু আমার প্রশ্ন হলো, গণতন্ত্র কিংবা সুশাসন ছাড়া উন্নয়ন কি টেকসই হয়?
৪. নারীর নিরাপত্তা কেন কোনভাবেই নিশ্চিত করা যাচ্ছে না?

বিবিসি বাংলাদেশ সংলাপ চ্যানেল আইতে নিয়মিত প্রচারিত হয় সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এবং অনুষ্ঠানটি পূনঃপ্রচার করা হয় পরদিন মঙ্গলবার বিকাল ৩টা ৫ মিনিটে।

সাতদিন/এমজেড

 

২৫ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›