দুপুর ১২ টা ২০ মি, ২৫ মে, এনটিভি

বিশেষ নাটক: গভীর নিশীথে

রচনা: পান্থ শাহরিয়ার
পরিচালনা: নঈম ইমতিয়াজ নেয়ামূল
অভিনয়: ইন্তেখাব দিনার, বাঁধন, কাজী উজ্জ্বল


নজরুল জয়ন্তী উপলক্ষে এনটিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘গভীর নিশীথে’। নাটকের গল্পে দেখা যায়, প্রায় দশ বছর পর আবার রাঙামাটির উদ্দেশ্যে আফজাল। তার নতুন উপন্যাসের প্রেক্ষাপটটা রাঙামাটি নিয়ে বিধায় একবার তাকে আসতেই হলো। আসবার পর থেকেই বৃষ্টি। কাঠের বারান্দাটায় বসে কাপের পর কাপ চা খেতে খেতে কখন সে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে আফজাল খেয়াল করেনি। রাত যতো গভীর হচ্ছে ততোই তার ভেতরে জেগে উঠছে দশ বছর আগের সেই স্মৃতিগুলো। সত্যি সত্যিই এখন সে চোখের সামনে দেখতে পাচ্ছে নয়ন তারাকে। অপূর্ব সুন্দর সেই মেয়েটা গুনে গুনে তিনটা মাস ছায়ার মতো ছিলো আফজালের সাথে। এই ছোট্ট শহরটাকে যেন আপন করে নিতে শিখিয়েছিল নয়ন তারা। ভালো কি বেসে ফেলেছিলো নয়ন তাকে? কিংবা আফজাল তাকে শুনিয়েছিলো ভালোবাসার মিথ্যা গল্প? যেমন করে মিথ্যে গল্প ফাঁদে রোজ রোজ পত্রিকা কিংবা ছাপার বই এর জন্য।

নজরুলের গান অবলম্বনে নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। অভিনয় করেছেন- ইন্তেখাব দিনার, বাঁধন, কাজী উজ্জ্বল, মাহমুদুল ইসলাম মিঠু প্রমূখ।

সাতদিন/এমজেড

২৫ মে ২০১৫

নাটক

 >  Last ›