সন্ধ্যা ৬টা ৪৫ মি, ২৫ মে, এনটিভি
নজরুল জয়ন্তীর বিশেষ সঙ্গীতানুষ্ঠান
অন্তরে তুমি আছো চিরদিন
অংশগ্রহণে: খায়রুল আনাম শাকিল, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান, ইয়াসমীন মুশতারী, ফেরদৌস আরা ও এম এ মান্নান
প্রযোজনা: হুমায়ূন ফরিদ
নজরুল জয়ন্তী উপলক্ষে এনটিভিতে প্রচারিত হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘অন্তরে তুমি আছো চিরদিন’। হুমায়ূন ফরিদের প্রযোজনায় এ অনুষ্ঠানে নজরুলের বিভিন্ন ধর্মীয় সঙ্গীত পরিবেশন করেছেন- খায়রুল আনাম শাকিল, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান, ইয়াসমীন মুশতারী, ফেরদৌস আরা ও এম এ মান্নান।