সকাল ১০টা ২০ মি, ২৬ মে, বৈশাখী টিভি

আলাপ-এর অতিথি

অভিনয়শিল্পী টুটুল চৌধুরী

প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা


বৈশাখী টেলিভিশনের আড্ডা আলোচনার নিয়মিত অনুষ্ঠান ‘আলাপ’-এর অতিথি হিসেবে এবারের পর্বে থাকছেন অভিনয়শিল্পী টুটুল চৌধুরী। টুটুল চৌধুরী দীর্ঘদিন ধরে ছোট পর্দায় অভিনয় করে যাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেলও হয়েছেন তিনি। তাঁর অভিনয়ে প্রচারিত অসংখ্য টেলিফিল্ম ও নাটকের মধ্যে রয়েছে ‘সাইকেল ওয়ালার স্বপ্ন’, ‘গণিত স্যার’, ‘নক্ষত্রের গান’, ‘বদনাম’ , ‘জল ফড়িংয়ের গান’, ‘চন্দ্রাবতী’, ‘দর্পহরণ’, ‘ক্যাঠায় কইছে ভালোবাসা ভালো না’, ‘পুতুল রহস্য’ ইত্যাদি। তিনি নাটকও রচনা করেছেন। মিজানুর রহমান লাবু নির্মাণ করেছেন টুটুলের রচিত ‘সুচনার সমাপন’। এ ছাড়া ‘অনিশ্চিত যাত্রা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে টুটুল চৌধুরীর বড় পর্দায় অভিষেক ঘটে।


পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ অনুষ্ঠানটি প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহষ্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি সঞ্চালনা করে থাকেন শান্তা।

সাতদিন/এমজেড

২৬ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›