বিকেল ৩টা, ১ জুন, জিটিভি
‘মিউজিক গ্যারেজে’ আরিফ ও আনিকা
উপস্থাপনা: সানিয়া সুলতানা লিজা
প্রযোজনা: শ্যামলী রানী সরকার
জিটিভিতে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নতুন গানের অনুষ্ঠান ‘মিউিজিক গ্যারেজ’। আমাদের সঙ্গীতাঙ্গনের প্রতিভাবান সঙ্গীতশিল্পীদের নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রতি পর্বে পুরুষ এবং নারী ২জন সঙ্গীত শিল্পীকে আমন্ত্রন জানানো হয়। এই সঙ্গীত শিল্পীদ্বয় তাদের নিজেদের মৌলিক গানের পাশাপাশি বাংলা জনপ্রিয় গানও পরিবেশন করেন। প্রতি পর্বে মোট পাঁচটি গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এর মধ্যে প্রত্যেকের দুটি করে একক এবং একটি দ্বৈত গান পরিবেশন করবেন তাঁরা । পাশাপাশি শিল্পীরা বলবেন তাঁদের সঙ্গীত জীবনের নানান গল্প।
এবারের পর্বে দর্শকদের সঙ্গীত পরিবেশন করে শোনাবেন ক্লোজআপ তারকা আরিফ এবং আনিকা । শ্যামলী রানী সরকারের প্রযোজনায় ও কন্ঠশিল্পী লিজার উপস্থাপনায় অনুষ্ঠানটি জিটিভিতে প্রচার হবে।
সাতদিন/এমজেড