রাত ৮টা ১৫ মি ২৬ মে দেশ টিভি
পাড়া বেড়ানো বুড়ি'তে
সাব্বির ও তার পরিবার
উপস্থাপনা: সুষমা সরকার
প্রযোজনা: সুমন সাহা
ফ্যামিলি গেম শো পাড়া বেড়ানো বুড়ি অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থপিকা একজন সেলিব্রেটির বাসায় যান। সেলিব্রেটি এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে নানান রকম মজার খেলা খেলেন আর খেলার ফাঁকে ফাঁকে সেলিব্রেটির পরিবারের সদস্যদের নিয়ে চলে আড্ডা। প্রত্যেক খেলায় অংশগ্রহণকারীদের জন্য থাকে আকর্ষণীয় সব উপহার। অনুষ্ঠানের প্রযোজক জানান, শুরুতে শুধু সেলিব্রেটি ফ্যামিলি নিয়েই অনুষ্ঠানটি সাজানো হচ্ছে। তবে পরবর্তীতে সবার জন্যই এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ থাকবে। অংশগ্রহণের নিয়মাবলী অনুষ্ঠান চলাকালীন সময়ে উপস্থাপিকা বিস্তারিত জানিয়ে দেন।
এবারের পর্বে থাকছেন কন্ঠশিল্পী সাব্বীর এবং তার পরিবার। সব্বিরের পুরো নাম সাব্বির জামান। রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ানে অংশ নেওয়ার মধ্য দিয়ে তিনি খ্যাতি অর্জন করেন। পরবর্তীতে নিজ গুণে গানের জগতে অবস্থান পাকাপোক্ত করেছেন। কাজ করেছেন বাপ্পা মজুমদার, রন্টি দাশের মত নামী শিল্পীদের সাথে। সাব্বিরের সংগীতায়োজনে বেরিয়েছে মিশ্র অ্যালবাম ‘সুখ সুখ ভাবনা’।
পাড়া বেড়ানো বুড়ি। এটি একটি ফ্যামিলি গেম শো। সুমন সাহার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সুষমা সরকার। প্রতি মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হয়।