রাত ৮টা ১৫ মি, চ্যানেল নাইন

ধারাবাহিক নাটক: মনসুন রেইন

পরিচালনা: চয়নিকা চৌধূরী, হাবিব মাসুদ
রচনা: প্রসূন রহমান
অভিনয়: মাহফুজ আহমেদ, বন্যা মির্জা, শাহেদ, নাফিজা, হিল্লোল


আনন্দ ভ্রমণের অংশ হিসেবে সেই দলটি একবার নেপাল বেড়াতে যায়। সেখানে সার্বক্ষণিকভাবে একসাথে কিছুকাল যাপন করতে গিয়ে তাদের মধ্যে তৈরী হয় বিভাজন, তৈরী হয় পারস্পরিক অবিশ্বাস। যার ফলশ্রুতিতে তৈরী হয় ভাঙন। তারা নিজেদের আবিস্কার করতে থাকে নতুন করে। তারা পরিচিত হয় স্বার্থপরতা, অর্ন্তদ্বন্দ্ব ও কলূষতার মতো নেতিবাচক অনুভুতিগুলোর সাথে। ক্রমে তাদের আনন্দ-ভ্রমণটি বিষাদে পরিণত হয়। একসময় তারা জানতে পারে, তাদের এই ভ্রমণটি আসলে অন্য একজনের ব্যবসায়িক পরিকল্পনার অংশ। যেখানে প্রত্যেকের জীবন হুমকির মুখে। যেখানে সবাইকে দাঁড়াতে হতে পারে বিচারের কাঠগড়ায়। তাদের সেই ভ্রমণে গোপনে সঙ্গী হয় আরো একজন। রহস্যময় সেই মানুষটি শেষাবধি তাদের সবাইকে বাঁচিয়ে আনে।

প্রসূন রহমানের রচনা চয়নিকা চৌধূরী ও হাবিব মাসুদের পরিচালনায় ধারাবাহিক নাটক 'মনসুন রেইন' এ অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, লুৎফর রহমান জর্জ, বন্যা মির্জা, শাহেদ শরীফ খান, নাফিজা, হিল্লোল, শ্যামল, সাঈদ বাবু, ভাবনা, রাখী, মাজনুন মিজান, কনক, শামীম হোসেন, উত্তম বিষ্টা (নেপাল) প্রমুখ।

২৬ মে ২০১৫

নাটক

 >  Last ›