বিকাল ৫টা ৩০ মি, ২৭ মে, এসএ টিভি

বেলাশেষে’র অতিথি

ব্যান্ড লালনের তিন সদস্য

উপস্থাপনা: এলিনা শাম্মী
প্রযোজনা: কাজী চপল


এসএ টেলিভিশনের সান্ধ্যকালিন আড্ডার আসর ‘বেলাশেষে’র এবারের পর্বের অতিথি হিসেবে থাকছেন জনপ্রিয় গানের দল লালনের তিন সদস্য নিগার সুলতানা সুমি (কন্ঠশিল্পী), আশফাক আহমেদ তুর্য (গিটারিস্ট) এবং থিন হান মং তিতি (ড্রামার ও দলনেতা)। ২০০১ সালে প্রতিষ্ঠিত ব্যান্ড লালন লোকগানের সাথে আধুনিক বাদ্যযন্ত্রের ফিউশন ঘটিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মূলত ফকির লালন সাই এবং শাহ আবদুল করিমের গান পরিবেশন করে থাকে ব্যান্ডটি। এ পর্যন্ত ব্যান্ডটির প্রকাশিত অ্যালবামের মধ্যে রয়েছে বিপ্রতীপ (২০০৭), ক্ষ্যাপা (২০০৯), পাগল (২০১২) ইত্যাদি।


কাজী চপলের প্রযোজনায় ‘বেলাশেষে’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে। আনুষ্ঠানের এবারের পর্বটি সঞ্চালনা করছেন এলিনা শাম্মী।

সাতদিন/এমজেড

২৭ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›