রাত ৯টা ২০ মি, ৯ সেপ্টেম্বর, এসএ টিভি

দ্য ফিল্ম ফেক্টরি’র অতিথি

জাকির হোসেন রাজু

উপস্থাপনা: নুসরাত জাহান
প্রযোজনা: তাহামিনা কেয়া


যমুনা ইলেক্ট্রনিকস এন্ড অটোমোবাইলস-এর সৌজন্যে এসএ টেলিভিশনে প্রতি বুধবার প্রচারিত হয় ‘ফিল্ম ফ্যাক্টরি’। অনুষ্ঠানের প্রতি পর্বে সদ্য মুক্তি পাওয়া চলচ্চিত্র নিয়ে আলোচনা করা হয়। চলচ্চিত্রের সাথে জড়িত একজন বিশিষ্ট ব্যক্তিকেও আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানের উপস্থাপক অতিথির সাথে চলচ্চিত্র জগতের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন। সেই সাথে বাংলাদেশের কোন একটি চলচ্চিত্রকে নিয়ে আলোচনা করা হয়। সদ্য মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর গল্প, গান, পেছনের গল্প, পরিচালকের দৃষ্টি ভঙ্গি ইত্যাদি বিষয় নিয়ে এই অনুষ্ঠানটি নির্মিত হয়।


অনুষ্ঠানটির এবারের পর্বের অতিথি চলচ্চিত্রনির্মাতা জাকির হোসেন রাজু। প্রখ্যাত পরিচালক তোজাম্মেল হক বকুলের সাহাকরী হিসেবে কিছুদিন কাজ করার পর জাকির হোসেন রাজু নিজেই সিনেমা বানানোর উদ্যোগ নেন। তাঁর প্রথম চলচ্চিত্র ‘জীবন সংসার’। ‘পোড়ামন’, ‘এর বেশি ভালোবাসা যায় না’, ‘অনেক সাধের ময়না’র মত জনপ্রিয়তা পাওয়া চলচ্চিত্রের নির্মাতা তিনি।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহামিনা কেয়া। এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতি বুধবার রাত ৯টা ২০ মিনিটে।

সাতদিন/এমজেড

৯ সেপ্টেম্বর ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›