সন্ধ্যা ৬টা ৩০ মি, ২৭ মে, একুশে টিভি

ওয়ার্ল্ড স্টোরিস-এ

মেক্সিকোর পানীয় পুলকে

প্রযোজক : সাখাওয়াৎ লিটন
উপস্থাপনা : রাজীব জামান



জার্মানীর ডয়েচে ভেলে টেলিভিশনে ‘ওয়ার্ল্ড স্টোরিস’ অনুষ্ঠানটি ইংরেজী, আরবী, স্প্যানিশ প্রভৃতি ভাষায় প্রচারিত হয়। একুশে টেলিভিশন বাংলায় এ অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দেশ ও বিশ্বকে দেশের মানুষের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানটির এবারের পর্বে থাকছে মেক্সিকো, কঙ্গো, রাশিয়া এবং ইংল্যান্ডের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন।


মেক্সিকোর জনপ্রিয় পানীয় পুলকে। দুধ মিশ্রিত অ্যালকোহলিক এই পানীয় গাঁজিয়ে ওঠা এগেভে’র নির্যাস থেকে তৈরি। এ সম্পর্কে মেক্সিকোর চ্যানেল ২২-এর প্রতিবেদক মন্সেরাত রুইজ জানাচ্ছেন বিস্তারিত।

সাম্প্রতিক বছরগুলোতে সারা পৃথিবীতেই মাছের মজুদ হ্রাস নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কঙ্গোতেও এর ব্যতিক্রম ঘটেনি। আর তাই চলছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাছের বংশ বিস্তারের লক্ষ্যে মাছ-ধরার পদ্ধতিতে টেকসই পরিবর্তন আনার প্রচেষ্টা। কঙ্গো থেকে বিস্তারিত জানাচ্ছেন কারিন ক্যালিস।

রাশিয়ার কারিগররা পাথরের উপর মোজাইক আর্ট তৈরির মাধ্যমে পাথরকে সম্পদে পরিণত করছেন। ইউএফএ-ইউ টিভি’র প্রতিবেদনে দেখা যাবে ইতালির ফ্লোরেন্সে আবিস্কৃত এই শিল্পকর্মের বিস্তারিত।

প্রতিবছর লন্ডনে অনুষ্ঠিত হয় চেলসিয়া পুষ্প প্রদর্শনী। এখানে অ্যালঝেইমার রোগে আক্রান্ত মানুষ একটি অসাধারন দিন কাটাতে পারেন। তাদের জন্য এটি একটি থেরাপি-ও বটে। ক্রিস্টিন এলসায়েসার আমাদের নিয়ে যাচ্ছেন সেই প্রদর্শনীতে।

সাতদিন/এমজেড

২৭ মে ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›