সকাল ১০টা ২০ মি, ২৭ মে, বৈশাখী টিভি
আলাপ-এর অতিথি
লামিয়া মিমো
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা
বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি আড্ডার নিয়মিত অনুষ্ঠান ‘আলাপ’-এর এবারের পর্বে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী লামিয়া মিমো। রিয়্যালিটি শো ‘সুপার সুপার হিরো সুপার হিরোইন’-এ অংশ নেয়ার মধ্য দিয়ে মিডিয়া জগতে পা রাখেন মিমো। এরপর থেকে ছোট এবং বড় পর্দায় অভিনয় করে যাচ্ছেন। মিমো অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘আমি কি ভুলিতে পারি’, ‘রেড ড্রাগন’, ‘টো টো কোম্পানি’, ‘গ্রেট মিসটেক’, ‘জল ছবি’ ইত্যাদি। ‘শতরূপে শতবার’ শিরোনামের চলচ্চিত্রটিতে অভিনয় করে তিনি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন।
পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহষ্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে।
সাতদিন/এমজেড