রাত ১১টা ২৫মি, ২৭ মে, বাংলাভিশন
‘মিউজিক ক্লাব’-এ আরফিন রুমি এন্ড ফ্রেন্ডস
প্রযোজনা: নাহিদ আহমেদ বিপ্লব
বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ আজকের অতিথি কণ্ঠশিল্পী আরফিন রুমি। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সাথে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তিনি কথা বলবেন তাঁর সঙ্গীতজীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান জনপ্রিয় সংগীতশিল্পী ও কম্পোজার আরফিন রুমি তাঁর নিজের নামে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এরপর ২০০৯ সালে তাঁর দ্বিতীয় অ্যালবাম ‘এসোনা’ প্রকাশিত হয় যা জনপ্রিয়তা পায়। তারপর ‘ভালোবাসি তোমায়’, ‘পর জনমে’ ইত্যাদি বেশকিছু অ্যালবাম প্রকাশ করেন এই শিল্পী। তাঁর সংগীতায়োজনে দেশের বিখ্যাত সব শিল্পী গান গেয়েছেন। ‘কমন জেন্ডার’ নামক চলচ্চিত্রে কাজ করার মধ্য দিয়ে তাঁর চলচ্চিত্র জগতে অভিষেক হয়।
‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানটি বাংলাভিশনে সম্প্রচারিত হয় প্রতি বুধবার রাত ১১টা ২৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাহিদ আহমেদ বিপ্লব।
সাতদিন/এমজেড