রাত ৮টা, ২৭ মে এবং পরদিন সকাল ৮টা ১৫ ও বিকাল ৪টা, বৈশাখী টিভি
রিদম অফ ব্যান্ড-এ
এবারের ব্যান্ড ইনসাইড ইউ
উপস্থাপনা: মাকসুদুল হক
প্রযোজনা: লিটু সোলায়মান
বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘ব্যান্ড মিউজিক: রিদম অব ব্যান্ড’। এ অনুষ্ঠানে নতুন, সম্ভাবনাময় ব্যান্ড দলের গান ধারণ করে প্রচার করা হয়। প্রতি পর্বে একটি ব্যান্ডের মোট ৬টি গান প্রচার করা হয়। উপস্থাপকের সাথে গানের মাঝে মাঝে কথোপকথনের মধ্য দিয়ে ব্যান্ডটির পরিচিতি, কোন ঘরানার গান করে, কন্ঠশিল্পী এবং ব্যান্ডের অন্যান্য সদস্যদের ব্যাক্তিগত পরিচিতি, ব্যান্ডের আপকামিং অ্যালবাম ইত্যাদি নানা বিষয় উঠে আসে।
এ সপ্তাহের ব্যান্ড ‘ইনসাইড ইউ। ইনসাইড ইউ রক গান করে থাকে। লিটু সোলায়মানের প্রযোজনা ও জনপ্রিয় ব্যান্ড তারকা মাকসুদুল হকের উপন্থাপনায় অনুষ্ঠানটি প্রতি বুধবার রাত ৮টায় প্রচারিত হয় এবং পরের দিন বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ ও বিকাল ৪টায় অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হয়।
সাতদিন/এমজেড