সকাল ১০টা ৩০মি, ২৯ মে, এটিএন বাংলা

কুর্মিটোলা গলফ ক্লাব থেকে সরাসরি সম্প্রচার

বসুন্ধরা ওপেন গলফ টূর্ণামেন্ট ২০১৫

পরিচালনা: আসলাম শিকদার, আবদুস সাত্তার ও মোশতাক হোসেন


বাংলাদেশে প্রথম বারের মত শুরু হচ্ছে আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট। ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে এই টুর্নামেন্ট চলবে। ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন এশিয়ান ট্যুর গলফ টুর্নামেন্ট ২০১৫’ শিরোনামের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন ২৪টি দেশের ১৫০ জন খেলোয়াড়। ২৬ মে টুর্নামেন্টের ‘প্রো অ্যাম’ ইভেন্ট সম্পন্ন হয়। প্রস্তুতি মূলক এই ‘প্রো অ্যাম’ ইভেন্টে এশিয়ান ট্যুরের ২৫ জন পেশাদার খেলোয়াড় এবং ৭৫ জন নবীন খেলোয়াড় অংশ নিয়েছেন।


চার রাউন্ডে ১৮ হোলে মোট ৭১ পারে খেলা হবে। ২৪টি দেশের মোট ১৫০ জন প্রতিযোগী এতে অংশ নেবেন। এর মধ্যে ৩১ জন বাংলাদেশি গলফার রয়েছেন। ১০ জন হাই প্রোফাইল গলফার অংশ নিচ্ছেন। যারা একবার হলেও এশিয়ান ট্যুরের শিরোপা জয়ী।

৩৩ জন এশিয়ান ট্যুর অফিসিয়াল আসরটি পরিচালনা করবেন। এর মধ্যে বাংলাদেশের রয়েছেন ৪ জন। এছাড়া টুর্নামেন্ট সফলভাবে পরিচালনা করার জন্য ৪৭৬ জনের এক বিশাল টুর্নামেন্ট কমিটি গঠন করা হয়েছে। থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া টুর্নামেন্ট নিয়ে এক ঘণ্টার প্রতিবেদন প্রচারিত হবে ‘টেন গলফ’-এ। এ আসরের বিজয়ী ৩ লাখ ডলার প্রাইজমানির ১৮ শতাংশ পাবেন। একইভাবে টুর্নামেন্টের ৬৫ জনকে এ প্রাইজমানি ভাগ করে দেওয়া হবে।

সাতদিন/এমজেড

২৯ মে ২০১৫

স্পোর্টস

 >