বিকেল ৩টা ৫ মি ২৭ মে, চ্যানেল আই
লাক্স মাঝদুপুরের টেলিছবি: পরী
গল্প: কাজী নজরুল ইসলাম
চিত্রনাট্য: গীতালি হাসান
পরিচালনা: অরুণা বিশ্বাস
অভিনয়: শায়লা সাবি, শ্যামল মওলা, অরুণা বিশ্বাস, সালাম ও রাসেল
পরী নামের গ্রামের এক সহজ-সরল মেয়কে নিয়েই নির্মিত হয়েছে নাটকটি। পরি টেলিছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন শায়লা সাবি এবং তার মায়ের ভূমিকায় রয়েছেন অরুণা বিশ্বাস।
কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন গীতালি হাসান। অরুণা বিশ্বাসের পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন শ্যামল মওলা, সালাম ও রাসেল প্রমুখ।