সন্ধ্যা ৭টা, ২৮ মে, শিল্পকলা একাডেমি, ঢাকা
দমের মাদার-এর ২৬তম মঞ্চায়ন
পরিবেশনায়: নাট্যম রেপার্টরী
ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ মিলনায়তনে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটক ‘দমের মাদার’। নাট্যম রেপার্টরী’র প্রযোজনায় নাটকটি ২৮ মে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে। সাধনা আহমেদ রচিত নাটিকটির নির্দেশনায় থাকছেন ড. আইরিন পারভীন লোপা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শিশির রহমান, শুভশীষ দত্ত তন্ময়, ফজলে রাব্বি সুকর্ন, পারভীন আখতার পারু, পারভীন সুলতানা কলি, জান্নাতুল ফেরদৌস, তারক নাথ দাস, মনোহর দাস, হাফিজ আল আসাদ, দেলোয়ার হোসেন উজ্জ্বল এবং এ বি এম কুদরত কমল।
গ্রামের এক মাদার’কে কেন্দ্র করে আবর্তিত হয় এই নাটকের গল্প। ইত্তরাধিকার সূত্রে মাদারের প্রধান জরিনা বিবি। জরিনার সম্পত্তির দিকে নজর দেয় গ্রামের প্রভাশালী ব্যক্তি চৌধুরী। এদিকে মাদারের প্রতি গ্রামের মানুষের ভক্তি এবং বিশ্বাসের কারণে চৌধুরী কিছু করতে পারে না পরবর্তীতে সে জরিনার নাতনী নূর বানুর সাথে নিজের প্রতিবন্ধী নাতির বিয়ের প্রস্তাব দিলে জরিনা তাও প্রত্যাখ্যান করে। অবশেষে চৌধুরী শেষ অস্ত্র হিসেবে জরিনার বিরুদ্ধে ধর্মদ্রোহীতার অভিযোগ আনে।
নাটকটির দৃশ্য ও আলোক পরিকল্পনায় আছেন জুনায়েদ ইউসুফ। এ ছাড়া সংগীত পরিচালনায় পরিমল মজুমদার এবং সংগীত প্রয়োগে রয়েছেন শিশির রহমান।
সাতদিন/এমজেড